অতি দরিদ্র পরিবারের মাঝে রমজান মাস উপলক্ষ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন বিজিএস ৷ বাংলা -জার্মান সম্প্রীতি (বিজিএস) একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা । সংস্থাটি ১৯৯০ সালে থেকে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগণের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
অত্র সংস্থা বর্তমানে ঢাকা, কক্সবাজার, টাঙ্গাইল, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ২১টি উপজেলায় ৩১টি অফিসের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মসূচী যেমন- কারিগরি শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, উপানুষ্ঠানিক প্রাক-প্রাথমিক শিক্ষা, ওয়াটার এন্ড স্যানিটেশন, দুর্যোগ ব্যাবস্থাপনা, মানবসম্পদ উন্নয়ন মুলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় বিজিএস মাতারবাড়ী শাখা প্রাঙ্গণে বিতরণ শুরু হয় ৷ মাতারবাড়ী ইউনিয়নের ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে লাইফ ফ্রান্সের অর্থায়নে রমজান মাস উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ৷
তারই ধারাবাহিকতায়, ফ্রান্স ভিত্তিক দাতা সংস্থা "LIFE" এর সহযোগিতায় ১১ মার্চ ২০২৫ ইং তারিখ, রোজ: মঙ্গলবার, সকাল: ০৯.০০ ঘটিকায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন মাতারবাড়ীর এলাকার ২০০ দরিদ্র পরিবারের মাঝে বিজিএস সেন্টার মাতারবাড়ী থেকে খাদ্য সামগ্রী বিতরণ সহায়তা প্রদান করা হয়।
তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বনামধন্য এনজিও বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর পক্ষ থেকে খাদ্য সহায়তা সমূহ ঃ চাউল ৫০কেজি, ডাল ০২ কেজি, তৈল ০৩ লিটার, লবণ ০১ কেজি, ছোলা ০২ কেজি, খেজুর ০১ কেজি, চিনি ০১ কেজি, আলু ০৩ কেজি, পিয়াঁজ ০২ কেজি সর্বমোট ৬৫ কেজি করে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ৷
উক্ত কার্যক্রমে দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে ফ্রান্সের ইব্রাহিম এবং ইমাদ সহ সংসার নির্বাহী পরিচালক পাইং শৈউ মারমা, ডেপুটি ডিরেক্টর খন্দকার হাবিবুল আরিফ SDHA, ডেপুটি ডিরেক্টর সিরাজুল ইসলাম Finance, প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম এবং অত্র সেন্টারের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
বিজিএস এর নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা বলেন, সাধারণ ও দরিদ্র পরিবারের পাশে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) দীর্ঘদিন ধরে কাজ করছে তা আরো করতে পারে মতো সবার সহযোগিতা কামনা করেন। দাতা সংস্থার প্রতিনিধিরা আয়োজন নিয়ে বিজিএস এর প্রতি কৃতজ্ঞতা জানান । সাধারণ মানুষের এই কর্মসূচীর জন্য সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই। সামনে আরো সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন বিজিএস কর্তৃপক্ষ ।
যাযাদি/ এসএম