মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গোদাগাড়ীতে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৫, ১৫:৪৮
গোদাগাড়ীতে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
ছবি: যায়যায়দিন

রাজশাহীর গোদাগাড়ীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ২০২৫ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

প্রস্তুতি সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা পালনে জাতীয় পতাকা উত্তোলন, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ গ্রহণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুবিধামহ সময়ে ধর্মীয় উপাসানালয়ে দোয়া আয়োজন,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনামূল্যে প্রবেশের সুবিধা, আলোকসজ্জাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন, উপজেলা সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন সুধিজন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে