বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৫
আপডেট  : ১৬ মার্চ ২০২৫, ০৯:৫০
মিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার মিরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জসিম উদ্দিন (৩৪) নামের এক লম্পটকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের ক্যানেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আটককৃত জসিম উদ্দিন একই এলাকার ছারা উদ্দিনের ছেলে।

জানা গেছে, বিকেলে বাড়ির পাশের বাগানে খেলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার জসিম নামে এক যুবক শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী তামাকক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে জসিমকে ঘটনাস্থল থেকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশকে খরব দেয়। পরে মিরপুর থানা পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে