বরিশালের বাকেরগঞ্জে উপজেলার কলসকাঠী ইউনিয়নের জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টায় কলসকাঠী বিএম একাডেমির মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।কলসকাঠী ইউনিয়নে জামাতের সভাপতি মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারী ও বরিশাল-০৬ বাকেরগঞ্জ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. মাহমুদুন্নবী তালুকদার।
উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ও কলশকাঠী ইউনিয়নের জামায়াত ইসলামীর ও অংগসংগঠনের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার উপস্থিত নেতাকর্মীদের ইসলাম ও কোরআন হাদিসের আলোকে জীবন গড়তে আহ্বান জানান, তিনি অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ও আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ উপজেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।
যাযাদি/ এসএম