সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ও ১জন মাদক ব্যবসায়ী সহ সব মিলিয়ে ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে দেবহাটা থানার ওসি হযরত আলীর নের্তৃত্বে এসআই লেলিন বিশ্বাস, এসআই শরিফুল ইসলাম, এসআই রাজু আহমেদ, এএসআই লিয়াকত আলী, এএসআই শফিউর রহমান, এএসআই ইমদাদুল হক পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করেন।
দেবহাটা থানার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়ায় জনৈক বারী মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী তারাপদ দাসের ছেলে নন্দ দাস (৫৫) কে গ্রেপ্তার করা হয়।
অপর অভিযানে দেবহাটা সদর গ্রামের খালপাড় সংলগ্ন আলমগীরের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় মৃত আনসার আলীর ছেলে কবির হোসেন (৩৮), কওসার আলীর ছেলে আবু সাঈদ (৪০), মৃত আহাদ আলীর ছেলে পিয়ার আলী (৫৫), চন্ডিপুর গ্রামের মৃত সাবুর আলীর ছেলে শওকত (৫৭) ও বসন্তপুর গ্রামের আলম বারীর ছেলে আলমগীর হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়।
তাছাড়া অপর আরেকটি পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী কামটা গ্রামের কিনু গাজীর ছেলে আজিজুল গাজী, নজরুল গাজীর ছেলে নুরুজ্জামান হোসেন (২৭), এবং দক্ষিণ কুলিয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী আশুরা খাতুনকে গ্রেফতার করা হয়।
দেবহাটা থানার ওসি হযরত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিচারার্থে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/ এমএস