বরিশাল বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ) স্থানীয় ভরপাশা ইউনিয়ন গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় সম্মুখে বিকেল চারটায় আলোচনা সভার মধ্যদিয়ে শুরু হয় গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলের কার্যক্রম।
গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভায় বাকেরগঞ্জ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী নাসির উদ্দিনের সঞ্চালনায় ও ভরপাশা গণ অধিকার পরিষদের সদস্যসচিব আল আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ আতিকুর রহমান আতিক।
প্রধান বক্তা ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান ইমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান। বরিশাল জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু খান। বাকেরগঞ্জ গণ অধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মানিক, মোঃ নয়ন খান। রুহুল আমিন হাওলাদার, সাইদুল হক, আরিফ সর্দার ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম। রাব্বি মোল্লা, হৃদয় আহম্মেদ,তারেক ইসলাম, সাকিব সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ আতিকুর রহমান বলেন আমাদের নেতা নুরুল হক নুরু ভাই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি আপনাদের আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। কৃষিবিদ মোঃ আতিকুর রহমান আতিক গণ অধিকার পরিষদের প্রতিক ট্রাক স্বরন করিয়ে দিয়ে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে গণ অধিকার পরিষদের সাথে থাকতে আহ্বান জানান।
যাযাদি/ এম