নরসিংদীর মনোহরদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে গণ-অধিকার পরিষদ (জিওপি) উপজেলা শাখার আয়োজনে এক পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ)মনোহরদী বাসস্ট্যান্ডে অবস্থিত মদিনা টাওয়ারে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণ-অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মো.সাদ্দাম হোসেন।
মনোহরদী উপজেলা গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি ইঞ্জিনিয়ার মো.শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আলমগীর এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা গণ-অধিকার পরিষদের সাবেক সভাপতি নান্নু মিয়া,সাবেক সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম,মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল প্রমূখ।
এ সময় নরসিংদী জেলা, মনোহরদী উপজেলার গণ-অধিকার পরিষদ এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম