বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাগমারায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগমারা ( রাজশাহী)প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৫, ১৭:১৩
বাগমারায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
যায়যায়দিন

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গনিপুর ইউনিয়নের গঙ্গা নারায়ণপুর গ্রামের কালু মন্ডলের ছেলে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিগত আওয়ামী সরকারের সময় তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর আফজাল হোসেন আত্মগোপনে চলে যান। সম্প্রতি পরিবারের সাথে ঈদুল ফিতর উদযাপনের জন্য তিনি বাড়ি ফিরেছিলেন বলে দাবি তার স্বজনদের।

তার বিরুদ্ধে চাকুরি বাণিজ্যসহ এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

বাগমারা থানার ওসি তোহিদুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ আগস্টের একটি মামলায় আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে