মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফুলতলা বিএনপির আহবায়কের ওপর হমলার প্রতিবাদে কয়রায় বিক্ষােভ মিছিল

কয়রা (খুলনা) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৫, ১৩:১৪
ফুলতলা বিএনপির আহবায়কের ওপর হমলার প্রতিবাদে কয়রায় বিক্ষােভ মিছিল
ছবি: যায়যায়দিন

খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশারের ওপর বোমা হামলায় প্রতিবাদে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা সদরে বিক্ষােভ মিছিল শেষে উপজেলা পরিষদের গেটের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস,সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম বাবুল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, অধ্যাপক আবুল কালাম আজাদ,এফএম মহরম হোসেন, বীরমুক্তিযোদ্ধা ডিএম নুরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, নাজমুল হুদা, জামাল ফারুক জাফরিন, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম ঢালী, কামরুল ইসলাম খাঁ, শাহরিয়ার কবির টুটুল, আমিরুল ইসলাম, বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ, যুবনেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন,মোস্তাফিজুর রহমার রাজু, স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ নজরুল ইসলাম, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, বিল্লাল হোসেন,আম্মার হোসেন, তাতীদলের আবুল কালাম, মৎস্যজীবী দলের আছির উদ্দিন প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে