শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দর্শনায় ইয়াবাও নগদ টাকাসহ ২ গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৫, ১৯:০১
দর্শনায় ইয়াবাও নগদ টাকাসহ ২ গ্রেফতার
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গার দর্শনায় ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট নগদ ৭ হাজার ৬ শ টাকা সহ মোছাঃ ডলি খাতুন (৫০) ও মোঃ বকুল মিয়া (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়া ও শান্তিপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ডলি পৌর এলাকার মোবারকপাড়ার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী ও বকুল শান্তিপাড়ার লুকমান মিয়ার ছেলে।

রোববার দুপুরে তাদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের সোপর্দ করে হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, ইয়াবা ও নগদ টাকাসহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে। জেল হাতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে