বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নলছিটিতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নলছিটি (ঝালকা‌ঠি) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৫, ১২:১৬
নলছিটিতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. মামুনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

গ্রেফতারকৃত মামুন ঝালকা‌ঠির নলছিটি পৌরসভার ৩নং ওয়ার্ডের নান্দিকাঠি এলাকার বাসিন্দা। ২০২১ সালে বরিশাল সদরে একটি প্রতারণা মামলায় জড়িত থাকায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড যুক্ত হয় রায়ে।

রায়ের পর থেকে পলাতক থাকায় নলছিটি থানার চৌকস এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ এপ্রিল) রাত ৭টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে নান্দিকাঠির লাইফ কেয়ার ক্লিনিক সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে