শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক গ্রেপ্তার

দামুড়হুদা প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৩০
ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ওরফে আরিফ মল্লিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে সে দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তাার হয়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম ওরফে আরিফ মল্লিক দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার দর্শনা পৌরসভাধীন শ্যামপুর গ্রামের স্কুলপাড়ার মৃত তনু মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন এলাকায়।

এ অভিযানে গ্রেপ্তার করা হয় দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও দর্শনা পৌরসভাধীন শ্যামপুর গ্রামের স্কুলপাড়ার মৃত তনু মল্লিকের ছেলে আরিফুল ইসলাম ওরফে আরিফ মল্লিককে।

তাকে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীকে আজ মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞঃ আদালত এ সোপর্দ করবে পুলিশ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে