টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে কামরুজ্জামান জীবন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত ভোররাতে স্থানীয় সৈলারগাতী এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এঘটনা ঘটে। এই ঘটনায় তিন জনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
নিহত কামরুজ্জামান জীবন টঙ্গীর দত্তপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
আটককৃতরা হলেন, শামসুদ্দিন তার ভাই পলাশ ও রনি। তারা শৈলারগাতী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভোর রাতে শামসুদ্দিন ও সুজন মোবাইল ফোনে জীবনকে ডেকে নিয়ে সাহাজ উদ্দিন সরকার স্কুলের সামনে নিয়ে যায়। পরে সেখানে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের সৃ্ষ্টি হয়। একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে জীবনের পায়ে আঘাত করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে আলম মার্কেট এলাকায় এসে সড়কে পরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের বন্ধুর দাবী, সামসু ও সুজন মাদক কারবারি এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের মধ্যে বিরোধ থাকতে পারে। সামসু জীবনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এরপর জীবনের মৃত্যু সংবাদ শুনতে পায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।
যাযাদি/ এমএস