লাঠিখেলা। ঢোল আর লাঠির তালে তালে নাচানাচি। অন্যদিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা। সেই সঙ্গে টান টান উত্তেজনা। আবহমানকাল ধরে এক সময় বিনোদনের খোরাক জোগাচ্ছে এই লাঠিখেলা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আজ পহেলা বৈশাখ এমনি এই লাঠিখেলা অনুষ্ঠিত হলো মেহেরপুরের গাংনী উপজেলা চত্ত¡রে। খেলাটি উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে নামেন লাঠিয়ালরা। তারা কখনো ঢোল আর কাঁশরের তালে তালে নেচে নেচে তাদের কসরত দেখান, আবার কখনো প্রতিপক্ষকে ঘায়েল করতে চালান লাঠি ও সড়কি। প্রতিপক্ষ লাঠিয়াল সেই আঘাত ঠেকিয়ে প্রতিঘাত করতে সদা প্রস্তুত বেতের তৈরি ঢাল আর লাঠি নিয়ে। আবার কেউ লাঠি ঘুরিয়ে দর্শকদের আকৃষ্ট করেন।
এক সময় চোর-ডাকাত আর প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে লাঠিখেলার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া দর্শকদের আনন্দেরও খোরাক এই খেলার কলাকৌশল ও শারীরিক কসরত।
যাযাদি/ এমএস