মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে আরসিসি ঢালাই শুভ কাজ উদ্বোধন করা হয়েছে । ১৪ই এপ্রিল সোমবার সকাল ১১টায় টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামের মুন্সীবাড়ী থেকে উকিল বাড়ীর রাস্তাটি আরসিসি ঢালাই কাজ শুভ উদ্বোধন করেন পাঁচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দীক বেপারী।
প্রকল্পের সভাপতি হয়ে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন ৫নং ওর্য়াড সদস্য আমিনুল উকিল, টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের প্রশাসানিক কর্মকতা ফিরোজ বেপারী, পাঁচগাও ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াড সদস্য আনিস ঢালী, ৫নং ওর্য়াড সাবেক মেম্বার ও বিএনপি নেতা মিলন মোল্লা, মহিলা সদস্য আয়শা বেগম ও সিমা বেগম, সমাজ সেবক মানিক মুন্সি, সিরাজ বাছার, মনির মুন্সী, আউয়াল উকিল, মিরাজ শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রকল্পের দৈর্ঘ্য ২৩০ ফুট প্রস্ত ৪ফুট ও উচ্চতা ৫ ইঞ্চি করা হবে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । উক্ত ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের সহায়তায় প্রকল্পর কাজটি করা হয় ।
যাযাদি/ এমএস