বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সদরপুরে ন্যাশনাল প্রাইভেট হসপিটাল এর উদ্বোধন

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ১৯:১৫
সদরপুরে ন্যাশনাল প্রাইভেট হসপিটাল এর উদ্বোধন
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের সদরপুর উপজেলায় বেসরকারিভাবে ন্যাশনাল প্রাইভেট হসপিটাল নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে হাসপাতালের নিজস্ব সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা হাসপাতালটির শুভ উদ্বোধন করেন৷

উদ্বোধন শেষে তিনি তার বক্তব্যে বলেন, সদরপুর উপজেলার মানুষের জন্য ভালো মানের হাসপাতাল খুবই জরুরী। আমি আশা করেন সরকারী বিধি বিধান মেনে স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দেবে ন্যাশনাল প্রাইভেট হসপিটাল। উদ্বোধন অনুষ্ঠানে আও বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমিনুর রহমান সরকার,সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, ন্যাশনাল প্রাইভেট হসপিটালের নির্বাহী পরিচালক হুসাইন।

এছাড়াও হাসপাতালের বিভিন্ন শেয়ার হোল্ডার সদস্যগন ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে