পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলতলা বালুর মাঠে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪ টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল আলহাজ্ব আব্দুল হাই তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫-এর প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
শীতল বিকেলের নির্মল আলো আর হাজারো দর্শকের উল্লাসে মুখরিত মাঠে মুখোমুখি হয় দুই প্রতিদ্বন্দ্বী দল—ব্যাচ ২০১৪ ও ব্যাচ ২০২৪। খেলাটি যেন ছিল শুধু এক প্রতিযোগিতা নয়, বরং স্মৃতি, বন্ধুত্ব আর ভালোবাসার এক অপূর্ব মিলনমেলা।
এই ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মো. নাজিমুল হক, বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল, পিরোজপুর সাবিহা মেহেবুবা সিনিয়র, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি-আমিন, সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. এনায়েত হোসেন।
সভাপতিত্ব করেন জনাব মো: হারুন-অর-রশিদ তালুকদার। আরো উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী ও সমাজসেক মো. জাহিদ হোসেন, নেছারাবাদ উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি মো. মহিউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম (নিপু), সঞ্চালনায় ছিলেন নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহসিন মিয়া।
খেলার শুরু থেকেই উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। উভয় দলই শুরু করে আক্রমণাত্মক মনোভাব নিয়ে। প্রথমার্ধের ১৫ মিনিটের সময় ২০১৪ ব্যাচের একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে খেলায় ব্যাচ ২০২৪ পরপর ৩ টি গোল করে। তখন মাঠে উল্লাসের ঢেউ, যেন পুরো গ্রাম একসাথে আনন্দে মেতে উঠেছে। শেষ পর্যন্ত খেলায় ব্যাচ ২০২৪ ব্যাচ ২০১৪ কে ৩-১ গোলে পরাজিত করে।
এই টুর্নামেন্ট শুধু একটি খেলার আয়োজন নয়, বরং এটি প্রমাণ করে দেয় যে, খেলাধুলাই পারে সমাজে ঐক্য, সম্প্রীতি এবং তরুণদের মাঝে উৎসাহের দীপ্ত আলো জ্বালাতে। বেলতলা বালুর মাঠে এমন মনোমুগ্ধকর আয়োজন সত্যিই এক মধুর স্মৃতি হয়ে থাকবে স্থানীয়দের হৃদয়ে।
যাযাদি/ এমএস