গাজীপুর জেলার টঙ্গীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির জাতীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা শনিবার আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব হাসান মনু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দীন আহমেদ, মহাসচিব মোঃ নাদিম হোসেন খান।
এতে আরো বক্তব্য রাখেন গণফোরাম এর প্রেসিডিয়াম সদস্য ডাঃ মাহমুদ বীরপ্রতীক, সাবেক মহাসচিব মোড়ল আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের চলমান নৃশংস হামলার তীব্র নিন্দা ও ঘোরতর প্রতিবাদ জানায়। শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর পরিকল্পিতভাবে চালানো এই বর্বরতা মানবতা, আন্তর্জাতিক আইন এবং ন্যায়ের সরাসরি অবমাননা।
ইসরায়েলি আগ্রাসনের ফলে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, লক্ষাধিক মানুষ আহত ও গৃহহীন হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা আমাদের ব্যথিত ও বিস্মিত করেছে।
বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি বিশ্বাস করে—গাজায় শান্তি প্রতিষ্ঠা, দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।সভার শুরুতে দেশের নিহত নিবেদিত রাজনৈতিক নেতা কর্মী শহিদদের স্মরণ এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি একটি জনভিত্তিক রাজনৈতিক সংগঠন, যার মূল শক্তি হলো সাধারণ জনগণ। আমরা রাজনীতিকে গণসেবার মাধ্যম হিসেবে দেখি, ক্ষমতার নয়।”
সভা শেষে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয় এবং আগামী দিনের জন্য নানা কর্মসূচি ঘোষণা করা হয়।
যাযাদি/ এমএস