শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে মাদক কারবারে বাঁধা দেয়ায় কুপিয়ে জখম   

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ-
  ১৬ এপ্রিল ২০২৫, ১৮:০১
আপডেট  : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:০৫
টঙ্গীতে মাদক কারবারে বাঁধা দেয়ায় কুপিয়ে জখম    
প্রতীকি ছবি

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারে বাঁধা দেওয়ায় নূর মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

তিনি জানান, আউচপাড়া এলাকায় যুবলীগ নেতা সুমন শেখ ও আব্দুল্লাহ আল মামুনের অধীনে ইন্টারনেট ও ডিশ লাইনের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

পরে তিনি তাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পেরে বাঁধা দেন এবং চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন তারা।

মঙ্গলবার রাত ১১টার দিকে সুমন ও আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়।

সেখানে সুমন শেখ, আব্দুল্লাহ আল মামুনসহ আরও ২/৩ জন মিলে তাকে বেধড়ক মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সুমন শেখ চাপাতি দিয়ে তার মাথায় কোপ মারে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের তালু গুরুতর জখম হয়।

এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা নগদ ১১ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে