কুষ্টিয়ার ভেড়ামারা-রায়টা সড়কের মোকারিমপুর ইউনিয়নের জিএম গেটের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুধবার রাত ১০টার সময় ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ভেড়ামারা-রায়টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। নিহত পুর আহম্মেদ পুরো (৩৫) বাহাদুপুর ইউনিয়নের কৈগাড়ী পাড়ার কামাল আহাম্মেদের ছেলে। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের জিএম গেটের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘাতক ড্রাম ট্রাকের পিষ্ট হয়ে পুর আহম্মেদ পুরো অটো যাত্রী নিহত হয়েছে। পুর আহম্মেদ পুরোকে ঘাতক ড্রাম ট্রাকের পিষ্ট হলে তার দেহ ৯টি স্থানে ছিন্ন বিছিন্ন অবস্থায় পড়ে থাকে। জনগণ তার ছিন্ন বিছিন্ন লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। এলাকাবাসী বুধবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ২ ঘন্টা ভেড়ামারা-রায়টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সঠিক বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ড্রাম ট্রাকের পিষ্ট হয়ে পুর আহম্মেদ পুরো নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ভেড়ামারা থানা আনা হয়েছে।
যাযাদি/ এসএম