বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে শিবালয়ে বিক্ষোভ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৫, ১৩:৫৭
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে শিবালয়ে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

মানিকগঞ্জের শিবালয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ এই কর্মসুচীর অংশ হিসেবে ফ্রি-প্যালেস্টাইন এবং ভারতীয় মুসলিমদের ইতিহাসের জঘন্যতম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শিবালয় উপজেলা ইমাম কল্যাণ সমিতি ও তৌহিদী জনতা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। শিবালয়ের উথলী গোডাউন রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে টেপড়া উপজেলা চত্তরে এসে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিবালয় উপজেলা ইমাম কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মো: শহিদুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মুফতি ইলিয়াস বিন নাসির, হেফাজত ইসলাম নেতা কারী জামাল উদ্দিন প্রমুখ।

এছাড়া, শিবালয় উপজেলা ইমাম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আব্দুল মজিদ, মুফতি শরীফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক নাহিদুর রহমানসহ স্থানীয় শত-শত তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনে আমাদের মসুলমান ভাইদের উপর জুলুম অত্যাচার চালিয়ে হত্যা চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা আর ইসরাইলী পণ্য ব্যবহার করবো না। এখন থেকে সকল ধরনের ইসরাইয়েলি পণ্য বর্জন এবং সরকারকে ইসরাইলি পণ্য আমদানী বন্ধের আহবান জানাচ্ছি।

ঘোষনাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শিবালয় উপজেলা শাখার সভাপতি মুফতি ইলিয়াস বিন নাসির। শেষে দোয়া পরিচালনা করেন, হেফাজত ইসলাম নেতা কারী জামাল উদ্দিন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে