শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে অনলাইন জুয়ায় পারিবারিক কলহ, যুবকের আত্মহত্যা

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১৯:১৪
টঙ্গীতে অনলাইন জুয়ায় পারিবারিক কলহ, যুবকের আত্মহত্যা
প্রতীকি ছবি

টঙ্গীতে অনলাইন ক্যাসিনো খেলার জেরে পারিবারিক অশান্তির কারণে ইসরাফিল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

রোববার (২০ এপ্রিল) সকালে স্থানীয় আরিচপুর আঙ্গুরের টেক এলাকায় এই ঘটনা ঘটে। ইসরাফিল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাইন্নাধলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারের সাথে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ইসরাফিল বেকার জীবনযাপন করত। সে নিয়মিত ভাবে মোবাইলে অনলাইনে ক্যাসিনো খেলতো। এ নিয়ে পারিবারিক ভাবে অশান্তি বিরাজ করছিল। এই জেরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের ভাড়া বাসায় সিলিংয়ে ঝুলন্ত ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের ও স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আত্মহননকারীর লাশ উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়তের লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে