বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
মাদক বিরোধী অভিযান

কসবার থানা পুলিশ ৮০ কেজি গাঁজা উদ্ধার করে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৫, ১৩:০০
আপডেট  : ২২ এপ্রিল ২০২৫, ১৩:২২
কসবার থানা পুলিশ  ৮০ কেজি গাঁজা উদ্ধার করে
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে প্রায় ৮০কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে ।

কসবা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এস আই ফারুক হোসেন ও তার ফোর্সসহ ২১ এপ্রিল সোমবার রাতে কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) গ্ৰামের ফজলু প্রকাশ হজলু মিয়ার বাড়ির দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়াল সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে ভারতীয় গাঁজার বস্তা উদ্ধার করে পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী চক্র পালিয়ে যায়। পলাতক মাদক পাচারকারী উপজেলার দিঘির পাড় গ্রামের মনু মিয়ার ছেলে মো. গিয়াস উদ্দিন বলে জানায় পুলিশ।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কসবা থানা পুলিশ মাদক নির্মূলে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে