ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ ২০২৫-এর উদ্বোধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে হাসপাতাল রোডে অবস্থিত ঈশ্বরগঞ্জ এসএসডি (গ্রেড-১) খাদ্য গুদামে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফিতা কেটে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ধান ও চাল সংগ্রহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। যার ফলে বাজারে কোন কৃত্রিম সংকট সৃষ্টি হবে না। সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য মজুদ নিশ্চিতের মাধ্যমে দুর্যোগ ও চাহিদার সময় জনগণের নিরাপত্তা দিতে পারবো। তিনি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত, ঈশ্বরগঞ্জ খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার শেঠ, ও এলএসডি (গ্রেড ১) খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।
এবার ঈশ্বরগঞ্জ উপজেলায় ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ধান ৩৬ টাকা কেজি হিসেবে ১৩৭৯ মেট্রিক টন এবং চাল প্রতি কেজি ৪৯ টাকা হিসেবে ৪৩২৬ মেট্রিক টন।এবছর সরকার কৃষক অ্যাপস এর পাশাপাশি উপজেলা কৃষি অফিস হতে প্রদত্ত তালিকা হতে আগে আসলে আগে গুদামে ধান বিক্রয় ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
যাযাদি/ এসএম