কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ড্রেজার মালিককে ঘটনাস্থল থেকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
এ সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, "কৃষি জমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"