যথাযোগ্য মর্যাদা ও সংগ্রামী চেতনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫। বৃহস্পতিবার (১ মে)কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথমেই জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে সংগঠনের ব্যানারে এক বিশাল র্যালি রাজিবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন তিন শতাধিক শ্রমজীবী মানুষ এবং সংগঠনের নেতা-কর্মীরা। র্যালি শেষে কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজিবপুর উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, সদর ইউনিয়ন আমির মাওলানা মফিজুল হকসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোদালকাঠি, মোহনগঞ্জ ও রাজিবপুর সদর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পথসভায় প্রধান বক্তা বলেন "সকল শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত করতে হবে। সকলের কাজ অনুযায়ী যথাযথ শ্রমের মূল্য দিতে হবে। অফিস আদালত সহ সকল জায়গায় শ্রমিকদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। কোথাও কোন কাজে শ্রমিককে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দিতে হবে। বক্তারা আরো বলেন "ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে।"
মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। তাঁরা আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না করা পর্যন্ত একটি উন্নত সমাজ গড়া সম্ভব নয়।"