শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা, আদালতে মামলা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ১৪:৩৭
বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা, আদালতে মামলা
ছবি: যায়যায়দিন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজারে ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টা অভিযোগ উঠিছে। এ ঘটনায় মাসুম সিকদার বাদী হয়ে প্রতিপক্ষের ১০জনকে বিবাদী করে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ৷ সিআর কেসনং ১৮২/২০২৫ ৷ আসামী’রা হলেন ১। মনিরুল ইসলাম মন্টু ‚ পিতা- তাজেম মল্লিক ২। জাকির মল্লিক, পিতা-জয়নাল মল্লিক ৩। তানভীর মল্লিক, পিতা- মনিরুল ইসলাম মন্টু ৪। ইয়াসিন মল্লিক, পিতা আনসার মল্লিক ৫। মিরাজ মল্লিক, পিতা হাকিম মল্লিক ৬। মজিদ মল্লিক, পিতা তাজেম মল্লিক ৭। হাবিব সিকদার, পিতা- হোচেন শিকদার ৮। ফরিদ গোলদার, পিতা: রশিদ গোলদার ৯৷ হাকিম মল্লিক, পিতা আনসার মল্লিক ১০৷ মিলন মল্লিক, পিতা হাকিম মল্লিক ৷ সর্বসাং পূর্ব মহেশপুর, ইউনিয়ন- নিয়ামতি, বাকেরগঞ্জ ৷

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার, ১৯ মার্চ রাত ৮ ঘটিকার সময় বিবাদীরা অজ্ঞাত ১০/১২ জন লোকজন নিয়ে আসে এবং বাদীপক্ষের মোঃ মাসুম সিকদার এর ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক বিল্ডিং ঘর নির্মান করতে গেলে বাদী পক্ষের লোকজন বাঁধা দিতে গেলে মামলার উল্লেখিত স্বাক্ষীগনের উপস্থিততে বাদীপক্ষের লোকজনকে খুন জখম করার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথারি মারধর করে ৷ বাদী মাসুম বলেন, আমাকে খুনের জন্য রড দিয়ে পিটায় ৷ আমার পিঠে রক্তাক্ত জখম হয় এবং ডান হাত ফুলে যায় ৷ আমার কাছে থাকা ৪০হাজার টাকার মোবাইল এবং নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ৷ আমাকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে থাকে। পরে স্বাক্ষীরা এসে আমাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ৷ আমি নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হই ৷

এ বিষয়ে ‚বাদীপক্ষের স্বাক্ষী মোস্তফা সিকদার বলেন, বাদী মাসুম সিকদারকে রক্ষার জন্য গেলে আসামিরা আমাকে রড দিয়ে আঘাত করে এবং আমার মাথার ডান পাশে ফুলা জখম হয় ৷

এ বিষয় আসামী মনিরুল ইসলাম মন্টুর মোবাইলে কল দিলে কল রিসিভ করে নাই ৷

নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, তর্কাতর্কি হলে আমি উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলি ৷ এরপর নামাজে যাই ৷ তারপর শুনি মারামারি হয়েছে ৷ বাকেরগঞ্জ থানার ওসি বলেন, বলেন ঘটনার বিবরন এএসই আজাদের কাছ থেকে শুনেছি ৷ অতিরিক্ত চীফজুডিসিয়াল আদালতে একটি মামলা হয়েছে ৷ তদন্তকরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে