খুলনার ডুমুরিয়ায় পরকীয়া প্রেমিকের বাড়ির সামনে মরা গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক গোপিনাথ মন্ডল (৩৫)। শুক্রবার সকালে খড়িয়া গ্রামের একটি আম গাছ থেকে গোপিনাথের ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ। রহস্যজনক এই মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
জানা যায়, গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার নিরঞ্জন মন্ডলের ছেলে গোপিনাথ। দীর্ঘদিন যাবত ওই গ্রামের পূর্বপাড়ায় সুন্দরী এক নারীর সাথে তার পরকীয়া সম্পর্ক চলে আসছে। গ্রামের লোক জনও কম বেশি অনেকেই বিষয়টি জানে। এতে দুই পরিবারের মধ্যে বেশ অশান্তি সৃষ্টি হয়। এনিয়ে গোপিনাথের শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগের পেক্ষিতে লতা গ্রামে শ্বশুরালয় গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামের মধ্যস্থতায় মাস তিনেক আগে শালিশী বৈঠক হয়।
কিন্তু সুন্দরীর প্রেমে অন্ধ ছিলেন গোপিনাথ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রিয়জনের সাথে মনোমালিন্য হয় তার। একপর্যায়ে প্রেমিকার বাড়ির পাশে মরা একটি আম গাছে গলায় গাঁমছা পেচিয়ে আত্মহত্যা করে গোপিনাথ। তার স্ত্রী, দুই কন্যা ও মা-বাবা রয়েছে। থানা অফিসার আনিচার্জ মোঃ মাসুদ রানা জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে রহস্য উৎঘাটনের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।