শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চারঘাটে ককটেল বিষ্ফোরণ ও খেলার মঞ্চ ভাংচুর

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ১৫:১৩
চারঘাটে ককটেল বিষ্ফোরণ ও খেলার মঞ্চ ভাংচুর
ছবি: যায়যায়দিন

রাজশাহী চারঘাটে দিনে দুপুরে প্রকাশ্যে ২টি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙ্চুর কওে পালিয়েছে একদল দুর্বৃত্তরা। শুক্রবার (২ মে) বেলা সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরন ও মঞ্চ ভাঙ্চুরের ঘটনা ঘটে। এতে আতঙ্কতি হয়ে পড়ে এলাকাবাসি। বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। আতঙ্কে নিরাপদে দৌড়াতে থাকেন পথচারীরা।

বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। তারই প্রেক্ষিতে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী করা হয়ে ছিল মঞ্চ। সাজানো ছিল চেয়ার। তবে তার আগেই শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে একদল দুর্বৃত্ত¡রা হঠাৎ করেই চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুটি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে তৈরী করা মঞ্চ ও চেয়ার ভাংচুর করে পালিয়ে যায়। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার অবস্থা স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট কিছু সময় বন্ধ রেখেছিল। তবে কাহারা কেন এমন ককটেল বিস্ফোরন ঘটিয়ে মঞ্চ ও চেয়ার ভাংচুর করেছে তা নিশ্চিত হতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। তবে অভিযোগ হলে দ্রæত সময়ের মধ্যেই ককটেল বিস্ফোরনের ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি মিজানুর রহমান।

এদিকে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টায় চারঘাট মন্ত্রী রোড়ে থানা প্রেসক্লাবের সামনে মোবাইলে জনৈক এক ব্যাক্তির সাথে কথা কাটাকাটি কেন্দ্র কওে উভয় মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। তারই জের ধরে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চারঘাটে দিনে দুপুরে প্রকাশ্যে ২টি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙ্চুর করে পালিয়েছে একদল দুর্বৃত্ত¡রা।

শুক্রবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ। তবে খেলা শুরুর আগেই এমন ককটেল বিস্ফোরন ও মঞ্চ চেয়ারভাংচুরের ঘটনায় রাজনৈতিক মহলেও চলছে চরম ক্ষোভ ও হতাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে