শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে: সোলায়মান সেরনিয়াবাত

বাকেরগঞ্জ  (বরিশাল) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ১৬:১০
আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে: সোলায়মান সেরনিয়াবাত
ছবি: যায়যায়দিন

কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে ও ফ্যাসিবাদী গণবিরোধী সংগঠন আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীরা দেশে ফিরে আসতে না পারে, এসব কথা বলেছেন সাবেক ছাত্রনেতা ও আমেরিকা নিউ জার্সি এস্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান সেরনিয়াবাত।

জনগণ যেন অনুধাবন করতে পারে নাগরিক হিসেবে তার সব অধিকার সুরক্ষিত আছে। নিউ জার্সি এস্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান সেরনিয়াবাত গতকাল জাতীয়তাবাদী শ্রমিক দলের এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোলায়মান সেরনিয়াবাত অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন সংস্কার হচ্ছে একটি চলমান বিষয় , দেশকে সঠিক নিয়মে সংস্কার করতে হলে জনগণের ভোটে নির্বাচিত ও গনতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব। তিনি সংস্কারের অজুহাতে তাল বাহানা না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সোলায়মান সেরনিয়াবাত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করা হলে তা জনগণ ও জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা কোন ভাবেই মানবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি দেশ ও জাতির কল্যাণে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে