শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দৌলতপুরে পৃথক অভিযানে ইউপি সদস্য সহ গ্রেপ্তার ৭

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ১৬:৫০
দৌলতপুরে পৃথক অভিযানে ইউপি সদস্য সহ গ্রেপ্তার ৭
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে এক ইউপি সদস্য সহ ৭ কে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম আন্টু মেম্বার (৫৫) কে বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত ১ টার দিকে পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল। তিনি ঐ গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে এবং পরপর ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য। তাকে অপরেশন ডেভিল হান্টের আওতায় আটক করা হয়েছে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদ জানিয়েছেন।

এদিকে শুক্রবার মধ্যরাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে গান পাউডার, মাদক ও দেশীয় অস্ত্র সহ ৬ জন কে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, বাংলাদেশ সেনা বাহিনীর কুষ্টিয়া ক্যাম্প ও দৌলতপুর থানা পুলিশ কর্তৃক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে চর সাদিপুর গ্রামের ময়েজ উদিাদরে ছেলে রেন্টু (৩০) ছেন্টু (৩৩) মানিক (২২), নিয়াত সরকারের ছেলে মইনুদ্দিন (৪৫) এবং হাবিল খাঁ এর ছেলে হানিফ খাঁ (৫০) ও তার ছেলে সজল (২৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১ দা, ১ টা চাপতি, খেলনা পিস্তল, ২০০ গ্রাম গান পাউডার, ৪১০ টি ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে