নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন ব্যবসা কেন্দ্র বড়দিয়া হাটকে ইজারামুক্ত ঘোষণা করলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। যদিও মাসখানেক আগে সরকারি প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জনৈক শামিম নামের এক ব্যক্তি হাটটি ১ লাখ ৫ হাজার টাকায় ইজারা গ্রহণ করেছিলেন।
শুক্রবার (২ মে) সকাল ১০ টায় বড়দিয়া বাজার ব্যবসায়ীদের আয়োজনে স্হানীয় বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা ডেকে এ সিদ্ধান্ত জানান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।
শেখ আয়েন উদ্দিনের সভাপতিত্বে ও মোল্যা বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দি-পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদত হোসেন, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক নিরঞ্জন কুমার দাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ নিয়ামত মোল্যা, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, কোটাকোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য জাহিদুর রহমান কিসমত, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান, হাট মালিক শামীম মোল্যা।
সভায় বক্তারা ঐতিহ্যবাহী বড়দিয়া হাট ইজারামুক্ত করা, টোল বা খাজনা আদায় মুক্ত করা, বড়দিয়া বাজার বণিক সমিতি গঠনের জন্য আহবায়ক কমিটি গঠন এবং বড়দিয়া বাজার রক্ষার জন্য পার্শ্ববর্তী মধুমতী নদীতে বালু কাটা বন্ধের দাবী জানান।
সভায় প্রধান অতিথি নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ঐতিহ্যবাহী ও প্রাচীন বড়দিয়া হাটকে ইজারামুক্ত ঘোষণা করেন।
এ সময় তিনি আরও বলেন, 'কোন ব্যবসায়ী টোল বা খাজনা আদায়ের নামে চাঁদাবাজির শিকার হলে ব্যক্তিগতভাবে তাকে জানানোর অনুরোধ করেন। এছাড়া ঐতিহ্যবাহী বড়দিয়া বাজারকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নানামুখী দিকনির্দেশনা দেন তিনি।
সভা শেষে ঐতিহ্যবাহী বড়দিয়া হাট-বাজার পরিচালনার জন্য নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানকে আহ্বায়ক ও মোল্যা শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটিকে আগামী দু'মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।