ফরিদপুর অঞ্চেলের প্রকৌশলী, ঠিকাদার ও ডিলারদের নিয়ে মতবিনিময় সভা করেছে জহির স্টীল এন্ড রি-রোলিং মিলস্ লিমিটেড (ZSRM)। মঙ্গলবার (২৭ এপ্রিল) নির্মাণ শিল্পের সাথে জড়িত প্রায় দেড় শতাধিক পেশাজীবির অংশগ্রহনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেডএসআরএম রি-বার সর্ম্পকে সম্যক ধারনা দেয়া হয়। উপস্থিত প্রকৌশলীবৃন্দ এবং ডিলারগণ জেডএসআরএম রি-বার এর গুনগত মান, যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার, দেশীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে রি-বার উৎপাদনের ভূয়সী প্রশংসা ব্যাক্ত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিওও মোঃ হুমায়ুন কবির।
আরো উপস্থিত ছিলেন জেডএসআরএম এর ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করে জেডএসআরএম এর চেয়ারম্যান জনাব হাসান উদ্দিন আহমেদ।