শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কসবায় চাচাতো ভাইকে ছুরিকাঘাতে খুন, যুবক গ্রেপ্তার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ১৮:৩৭
কসবায় চাচাতো ভাইকে ছুরিকাঘাতে খুন, যুবক গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন (২৫)-কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২ এপ্রিল) বেলা সাড়ে সারে ১২ টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কসবায় নিয়ে আসা হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল কাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাওন উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে লিটন ফকিরের ছেলে।

অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরা ৯নং সেক্টর থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। ধান শুকানোকে কেন্দ্র করে তিনি গতকাল বৃহস্পতিবার তার চাচাতো ভাই সুজনকে ছুরিকাঘাতে খুন করেন বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে