শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গৌরনদীতে ওসি-এসআই’র বিরুদ্ধে ঘুষ দাবির মামলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ১৮:৪০
গৌরনদীতে ওসি-এসআই’র বিরুদ্ধে ঘুষ দাবির মামলা
ছবি: যায়যায়দিন

বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া ও উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনে আদালতে নালিশি মামলা দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী। মামলাটি দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শতাধিক নারী-পুরুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নোয়াপাড়া গ্রামের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, গ্রামের একটি চক্রের প্ররোচনায় ওসি ও এসআই’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেছেন গ্রামবাসীর চলাচলের পথ বন্ধ করে পাকা দেয়াল নির্মাণকারী সুমা বেগম। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে গত ২৮ এপ্রিল বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে একটি নালিশি মামলা করেন সুমা বেগম। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার শ্বশুরবাড়ির পূর্বপুরুষের পারিবারিক কবরস্থানে গত ১১ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় একদল দুর্বৃত্ত ভাঙচুর চালিয়ে দখলের চেষ্টা চালায়। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) জানালে গৌরনদী থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে তাকে ও মামলার আরও তিন সাক্ষীকে থানায় নিয়ে যান।

সুমা বেগমের দাবি, থানা হেফাজতে এনে ওসি ও এসআই তাদের মুক্তি দিতে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে রাত ৯টা পর্যন্ত বেআইনিভাবে তাদের থানায় আটক রাখা হয়। পরবর্তীতে রাত ৯টার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, এ সময় কবরস্থানটি দখলে নিতে দুর্বৃত্তরা বাধাহীনভাবে তাদের কাজ চালাতে সক্ষম হয়। পরে গৌরনদী থানায় অভিযোগ জানালেও তা মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এ ঘটনায় ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ে একটি লিখিত অভিযোগও দেন সুমা বেগম। তবে কোন পদক্ষেপ না আসায় ২৯ এপ্রিল আদালতের দ্বারস্থ হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে