শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জামিন পেলেন পাইকগাছার বিএনপি নেতা এস এম এনামুল হক

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ১৮:৪৩
জামিন পেলেন পাইকগাছার বিএনপি নেতা এস এম এনামুল হক
ছবি: যায়যায়দিন

খুলনার পাইকগাছার উপজেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক মিথ্যা ষড়যন্ত্র মুলক মামলা থেকে জামিন লাভ করেছে।

গত ৬ এপ্রিল সত্যজিৎ সরদার বাদী হয়ে এস এম এনামুল হক সহ ১২ জনের নামে চাঁদবাজি সহ ঘের দখলের মিথ্যা ষড়যন্ত্র মুলক মামলা করে। ওই মামলায় বুধবার সকালে সব আসামি উচ্চ আদালত থেকে জামিন লাভ করে। এনামুল বলেন আমি কোন ঘের দখল করেনি। কোন জমির মালিক যদি বলতে পারে আমি জোর করে ঘের দখল করেছি তা হলে আমি ঘের ছেড়ে দিব। দলীয় কোন্দলের কারণে আমাকে ষড়যন্ত্র মুলক হয়রানির জন্য মামলা দিয়ে ফাসানো হয়েছে। তিনি আরো বলেন আমি ছাত্রদল, যুবদল, ইউনিয়ন বিএনপি সর্বশেষ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি সোলাদানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বারবার চেয়ারম্যান নির্বাচিত হন। ২৮ শে অক্টোবর ঢাকায় সমাবেশে পুলিশের গুলি টিয়ারসেল ২৯ অক্টোবর রাজধানী ঢাকা প্রবেশ পথ অবরুদ্ধ ৩০ অক্টোবর খুলনা ফিরে ১ লা নভেম্বর থেকে খুলনা শহর থেকে শুরু করে পাইককগাছা তৎকালীন বিনা ভোটের হাসিনা সরকার হঠাও ১দফা আন্দোলন সংগ্রামে প্রথমে ৩০ থেকে ৩৫ জন নেতা কর্মীদের সাথে উত্তপ্ত রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে।শর্বশেষ ছাত্র জনতার যৌথ উদ্যোগে আন্দোলনে নিজের সন্তান দের রাজ পথে নামিয়ে নেতৃত্ব দিয়েছেন। পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আস্থা ও ভরসার একমাত্র শেষ আশ্রয় স্থল,রাজনৈতিক জীবনে বহুবার, মৃত্যুর মুখ মুখি দাঁড়িয়েছেন তবুও এক চূল পরিমাণ ‌শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরেনি।,নিজে অগনিত বার জেল খেটেছেন,শত শত সকল নেতা কর্মীদের জেল থেকে বের করে তাদের পরিবারের পাশে দাঁড়ানো। যে মানুষটি তার পিতার মৃত্যুর পরে জানাযা নামাজ পর্যন্ত পড়তে পারেনাই সেই ছেলেটির নাম এস,এম এনামুল হক।

তি বলেন, সমালোচনা করেন সেদিন কোথায় ছিলেন বুকে হাত দিয়ে বলতে পারেন রাজপথে তারেক রহমানের নির্দেশে ১ দফা আন্দোলনে খুলনা শহরে একটিও মিছিল করেছিলেন? এখন গলা ফাটিয়ে বলেন পরীক্ষিত নেতা,কর্মী বান্ধব নেতা, জননন্দিত নেতা, ক্লিন ইমেজ?ষড়যন্ত্র করে কনো লাভ নেই সত্যের জয় অবধারিত ইনশাআল্লাহ শুধু সময়ের অপেক্ষা মাত্র।

ছবিসহ

গৌরনদীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

দিয়ে প্রত্যাহার করলেন তিন সদস্য

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিষদে চরম বিরোধ সৃষ্টি হয়েছে। অনাস্থার পক্ষে ১১ জন ইউপি সদস্য স্বাক্ষর করলেও ইতোমধ্যে তিন সদস্য তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

ইউপি চেয়ারম্যানের অভিযোগ, গত ৫ আগস্ট থেকে পরিষদের অধিকাংশ সদস্য নিয়মিত সভায় অংশ নিচ্ছেন না। এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি ইউপি সদস্যদের অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। তার এ পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ১১ জন সদস্য গত ২৭ এপ্রিল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন।

৩০ এপ্রিল দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হাফিজ মৃধা বলেন, “পরিষদের কার্যক্রম সচল রাখতে সদস্যদের উপস্থিতি অনুরোধ করা হলেও তারা বারবার উপেক্ষা করেছেন। বাধ্য হয়েই আমি বিষয়টি ইউএনওকে জানাই। এরপর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সংরক্ষিত নারী সদস্য রেহানা বেগম জানান, অনাস্থা প্রস্তাবে তিনি ভুল বুঝে স্বাক্ষর করেছিলেন ও আলেয়া বেগম জানান, তিনি স¦-ইচ্ছায় অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন মীর জানান, আমি সাদা কাগজে স্বাক্ষর করেছি। তবে বিষয়টি উপলব্ধি করে তারা ইউএনও বরাবর স্বাক্ষর প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানান ওই তিন সদস্য।

ইউএনও রিফাত আরা মৌরি জানান, “চেয়ারম্যান ও সদস্য উভয় পক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, চেয়ারম্যান হাফিজ মৃধার বিরুদ্ধে সরকার বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও ৪০ দিনের কর্মসূচির অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগও উত্থাপন করেছেন অনাস্থাকারী সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে