রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জের এক পরিবারের সবাই মাদক কারবারী...

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  ০২ মে ২০২৫, ১৯:০২
আপডেট  : ০২ মে ২০২৫, ২২:২৬
গোপালগঞ্জের এক পরিবারের সবাই মাদক কারবারী...
প্রতীকি ছবি

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের কলেজ পাড়ায় পরেশ দাস নামক এক পরিবারের কিশোর-বৃদ্ধ, নারী-পুরুষ সবাই মাদক ব্যবসায়ী, ইয়াবা, গাজা, মদসহ নেশাজাতীয় সবই বিক্রি করে তারা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ থানা পুলিশ বাড়ি পরিবার প্রধান পরেশ দাসের ছেলে সজিব দাস (২২), নাতী হৃদয় দাস (২০), অজয় দাশ (১৮) কে ৬৮ পিচ ইয়াবা ও গাজাসহ গ্রেফতার করেছে। এসময় পরেশ দাসের ছেলে জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জল দাসসহ অন্যান্যরা পালিয়ে যায়। শুক্রবার দুপুরে সাতপাড় গ্রামের কলেজপাড়ায় পরেশ দাসের বাড়িতে এই অভিযান চালায়।

গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই শামিম আল মামুন বলেন, সদর উপজেলার সাতপাড় গ্রামের কলেজ পাড়ায় পরেশ দাস নামক এক পরিবারের কিশোর-বৃদ্ধ, নারী-পুরুষ সবাই মাদক ব্যবসায়ী, ইয়াবা, গাজা, মদসহ নেশাজাতীয় সবই বিক্রি করে।

এমন সংবাদ পেয়ে আমরা পরেশ দাসের বাড়িতে অভিযান পরিচালনা করি। এসময় জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জল দাসসহ ওই পরিবারের অন্যান্যরা পালিয়ে গেলেও আমরা তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে ৬৮ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করি। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নিতী অবলম্বন করছি। আমাদেরন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে