শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গোপালপুরে আড়াই বিঘা জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ০২ মে ২০২৫, ২০:৫৭
গোপালপুরে আড়াই বিঘা জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের গোপালপুরে আড়াই বিঘা জমির আধা পাকা বোরো ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গোপালপুর থানার এসআই চন্দন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের প্রকৌশলী হাবিব উদ্দীনের চাতুটিয়া মৌজার ৭৫ শতাংশ জমি বর্গা নিয়ে প্রতিবেশি ফরিদ শেখ এ মৌসুমে বোরো আবাদ করেন। শনিবার(২৬ এপ্রিল) রাতে একদল দুর্বৃত্ত ওই ধানী জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। ফলে জমির সব ধান গাছ ক্রমান্বয়ে মরে যায়।

গোপালপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণকারী কর্মকর্তা এমএ হালিম জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরাক্সন প্যারাকোয়েট-২০০ এসএল নামক বিষ প্রয়োগে আড়াই বিঘা জমির কাঁচাপাকা ধান পুড়িয়ে দেওয়ার আলামত খুঁজে পান। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। জমির মালিক প্রকৌশলী হাবিব উদ্দীন এবং বর্গাদার ফরিদ শেখ দোষীদের শাস্তি দাবি করেছেন।

মামলার তদন্তকারী অফিসার এবং গোপালপুর থানার এসআই চন্দন পাল জানান, চাষকৃত জমির কাঁচাপাকা ধান কীটনাশক জাতীয় বিষ প্রয়োগ করে পুড়িয়ে দেওয়ার আলামত পাওয়া গেছে। পারিবারিক শত্রæতার জের ধরে বোরো জমির ধান পোড়ানোর ঘটনা ঘটে থাকতে পারে।

উল্লেখ্য, এ ঘটনায় প্রায় মাস খানেক আগে পারিবারিক শত্রæতার জেরে ওই গ্রামের পশ্চিম পাড়ায় বিষ দিয়ে তিন বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে