রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে আল নজির ইসলামিক সেন্টারের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের জন্য পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে বিকাল ৩টায় আল নজির ইসলামীক সেন্টারে এতিমখানা ও হেফজ খানার মাঠে সম্মাননা স্মারক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াত ও হামদ-নাতের মধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা হাফেজ আবদুল হক বলেন, প্রত্যন্ত এলাকায় আল নজির ইসলামিক সেন্টার কোরআন ও হাদিসের আলো ছড়িয়ে এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন।দেয়া করি এই আলো যেন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তিনি আরো বলেন কোরআন ও হাদীসের পাশাপাশি আর্ত মানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন এলাকার মানুষের সেবা দিয়ে যাচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি এলাকার সকল মানুষকে এধরণের সেবামূলক কাজে অংশ গ্রহণের আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডশনের সেক্রেটারি মাওলানা আবদুল রাজ্জাক,
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ, মাওলানা গোলাম কাদের, মাওলানা কবির উদ্দিন, হাফেজ আবদুল্লাহ, শিক্ষা পরিচালক মুফতি রিদোয়াননুল হক,মাষ্টার ইস্কান্দার প্রমূখ।