শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রামুতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পোষাক বিতরণ

নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ২১:৩৮
রামুতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পোষাক বিতরণ
ছবি: যায়যায়দিন

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে আল নজির ইসলামিক সেন্টারের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের জন্য পোশাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা মে বিকাল ৩টায় আল নজির ইসলামীক সেন্টারে এতিমখানা ও হেফজ খানার মাঠে সম্মাননা স্মারক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলোয়াত ও হামদ-নাতের মধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা হাফেজ আবদুল হক বলেন, প্রত্যন্ত এলাকায় আল নজির ইসলামিক সেন্টার কোরআন ও হাদিসের আলো ছড়িয়ে এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন।দেয়া করি এই আলো যেন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তিনি আরো বলেন কোরআন ও হাদীসের পাশাপাশি আর্ত মানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন এলাকার মানুষের সেবা দিয়ে যাচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি এলাকার সকল মানুষকে এধরণের সেবামূলক কাজে অংশ গ্রহণের আহবান জানান।

হাফেজ মাওলানা ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল নজির ইসলামীক সেন্টারের চেয়ারম্যান ও আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ড.শাইখ আল্লামা হারুন আজিজি আন নদভী, শাইখুল হাদিস জামিয়া বাবু নগর। তিনি বলেন, আল নজির ইসলামীক সেন্টার প্রত্যন্ত এলাকার গরীব মানুষের ছেলে মেয়েদের সু শিক্ষা মুলক একটি শিক্ষা প্রতিষ্ঠান। যাহা দুর্গম জনপদে শিক্ষার আলো জালিয়ে শত শত ছেলে মেয়েদের কোরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। তার পাশাপাশি আল নজির ফাউন্ডেশন ও অসহায়দের পাশে থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র , বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নিয়মিত মাসিক খাদ্য বিতরন, চিকিৎসা সেবা দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের জন্য সহায়তা, ঈদ উৎসবে নতুন কাপড় ও কোরবানির গোশত বিতরণ, বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। তাই তিনি শুধু এলাকাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতা চান। আগামীতে যেন আরেও সহযোগিতা করতে পারেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডশনের সেক্রেটারি মাওলানা আবদুল রাজ্জাক,

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ, মাওলানা গোলাম কাদের, মাওলানা কবির উদ্দিন, হাফেজ আবদুল্লাহ, শিক্ষা পরিচালক মুফতি রিদোয়াননুল হক,মাষ্টার ইস্কান্দার প্রমূখ।

বিতরন শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে