নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে একজন ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ মে) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাহাজ কাজী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল গিয়ে মরদেহ হেফাজতে নেয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
গ্রামের মানুষজন অভিযোগ, ' আত্মহত্যার বিষয়ে নিহত ওই ব্যক্তি একটি সুইসাইড নোট লিখে গেছেন। কিন্তু লোহাগড়া থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ওই সুইসাইড নোট গণমাধ্যমকর্মীদের সামনে প্রকাশ না করায় ওই ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।