রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মজলুম জননেতা মওলানা ভাসানীর জীবনী নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ০৩ মে ২০২৫, ১৬:২০
মজলুম জননেতা মওলানা ভাসানীর জীবনী নিয়ে আলোচনা
ছবি: যায়যায়দিন

আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নিপীড়িত গণমানুষের ভরসাস্থল হিসেবে স্বীকৃত বরেণ্য ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ মে) দুপুরে টাঙ্গাইলের জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনীষ চাকমা।

গণগ্রন্থাগার অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন। মুখ্য আলোচক ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর ইঞ্জিনিয়ার মো. তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের পরিচালক মরিয়ম বেগম, টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-মামুন হাওলাদার।

সভায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন চরিতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্য থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাঠকরা মওলানা ভাসানী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিরা ওইসব প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে