আমতলী -পুরাকাটা পায়রা নদী খেয়া পারাপারে জন প্রতি ১০ টাকা ট্রলার ভাড়া নির্ধারনের দাবীতে ইসলামী শ্রমিক অন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩ মে) বেলা ১১ টায় আমতলী ফেরীঘাটে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় ।
ঘন্টাব্যাপী মানব বন্ধনে সভাপতিত্ব্ করেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম তালুকদার। বক্তব্য রাখেন ইসলামী অন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমা: ওমর ফারুক , রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মীর মো: সুলায়মান ,কাজী আল আমিন, মাওলানা সাইফুল ইসলাম ( প্রমুখ) ।
বক্তারা অনতিবিলম্বে ২৫ টাকার পরিবর্তে ১০ টাকা ভাড়া নির্ধারনের দাবী জানান । দাবী না মানা হলে ইউ,এনও অফিস, ডিসি অফিস ঘেরাও করার কর্মসূচি দেয়া হবে।