রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৭:১৯
পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুরে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার ৩ মে সকালে শহীদ মিনার সংলগ্ন সড়কে মাই টিভির পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানকে হত্যার হুমকির প্রতিবাদে পার্বতীপুরের মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক মো. মনজুরুল আলম, সাংবাদিক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক তাজকির হুসাইন, সাংবাদিক সাজ্জাদ হোসেন, মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে