চট্টগ্রামে তারণ্যের সমাবেশ সফল করতে মিরসরাই বিএনপির যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে মিরসরাইয়ের খৈইয়াছরা বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আওয়ামী সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশ বক্তব্যরা বলেন, আগামী ১০ মে জাতীয়তাবাদী দলের তারণ্যের যুব সমাবেশ। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত চট্টগ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করা হবে। তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।