রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৭:৪৩
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন
ছবি: যায়যায়দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, সংস্কারের কথা আপনারা পাঁচ আগষ্টের পর থেকে বলছেন আমাদের নেতা তারেক রহমান ২০২৩ সাল থেকে আমাদের ৩১ দফার প্রোগ্রাম দিয়েছেন। আমরা সেই থেকে সংস্কারের কথা বলছি। সংস্কারের কথা প্রথম বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাষ্ট্র মেরামতের জন্য যেই কথাগুলো ২০১৪ সালে বেগম জিয়া বলেছেন, ২০১৮ সালে আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল এবং ২০২৩ সাল থেকে আমরা শুরু করেছি রাষ্ট্র সংস্কারের জন্য কি কি কর্মপন্থা আমাদের নিতে হবে। আজকে যারা সংস্কারের কথা বলছেন আপনারা পড়ে দেখেন সেই সংস্কারগুলোর কথা আপনারা বলছেন বিএনপির ৩১ দফার মধ্যে নাই এমন একটা সংস্কারের কথাও আপনারা কেউ তুলতে পারেননি। বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার আটকে থাকবে না। রাষ্ট্র সংস্কার আরও সামনের দিকে এগিয়ে যাবে। একটি আদর্শ রাষ্ট্র তৈরীর জন্য বিএনপি সব সময় সচেতন ছিল, সচেষ্ট ছিল। বিএনপির অগ্রযাত্রাকে, বাংলাদেশের অগ্রযাত্রাকে একটি ফ্যাসিস্ট দল বার বার পিছিয়ে দিয়েছে, বার বার গুড়িয়ে দিয়েছে। ভবিষ্যতের বাংলাদেশ ফ্যাসিস্টের জন্য আর কোন জায়গা দেবে না। এইটা আমাদের প্রত্যয়। তিনি গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাঁচ আগষ্টের পর আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারত না। ফসলের মাঠে থাকতে হত, আত্মীয়-স্বজনের বাড়িতে থাকতে হত। সেখানেও থাকতে পারত না। তারা বলত আপনি আমাদের বাড়িতে থাকলে পুলিশ আসবে। আপনি আমাদের বাসায় আসবেন না। যে অবস্থা একটা দলের ছিল; পাঁচ আগষ্টের পর সেই দলের সতেরশ’ নেতাকর্মীকে কেন বহিস্কার করতে হয়। তাই আমাদের আচরণ সংযত হতে হবে। আমাদের আচরণ হতে হবে শহীদ জিয়ার উত্তরসুরিদের মত। আমাদের আচরণ হতে হবে এমন যাতে আমাদেরকে দেখে শিক্ষা নিতে পারে। এটাই হল বিএনপি’র রাজনীতি, এটাই আমাদের মাথায় রাখতে হবে।

সম্মেলনের প্রথম অধিবেশনে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. রিনা পারভীন। এ সময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক, সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান ও বিশেষ অতিথিরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলার দশ ইউনিয়নের ৭১০ জন ডেলিগেট গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রর্য়োগ করে আগামী দুই বছরের জন্য পঞ্চগড় সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে