নড়াইল জেলার কালিয়ার কলাবাড়িয়া গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৫ মে) ভোর রাতে উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
এ সময় অভিযান চালিয়ে জাহিদুল শেখ (৫০), জুলফিকার শেখ(৪৫), শাহাবুদ্দিন শেখ (৪০) কে আটক ও বাড়িতে তল্লাশি চালিয়ে ০১টি পিস্তল, ০২ রাউন্ড গুলি, ১০টি রামদা, ০২টি সেনিদা, ০৩টি চায়নিজ কুড়াল, ০৭টি চা পাতি, ০৫টি টেটা, ০১টি বল্লম উদ্ধার করেন।
এ বিষয়ে কালিয়া সেনাবাহিনী ক্যাম্প কর্মকর্তা বলেন, গোয়েন্দা সূত্রে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল যে কলাবাড়িয়া এলাকায় কয়েকটি স্থানীয় গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ছে। অস্ত্রের মহড়া, হুমকি ও সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতির প্রেক্ষিতে ৫ মে ভোররাতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে আটককৃত ৩ জন ও দেশীয় অস্ত্রসহ নড়াগাতী থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সক্রিয় আছে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
যাযাদি/ এসএম