সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজার প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০৫ মে ২০২৫, ১৬:৩৭
মৌলভীবাজার প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
ছবি: যায়যায়দিন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৪ মে) রাতে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ্ উর রহমান, এনটিভি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আজাদুর রহমান, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ।

এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ানটিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম,

আরও বক্তব্য রাখেন, দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোক্তাদির হোসাইন, দৈনিক মৌমাছি কন্ঠ প্রতিনিধি দুরুদ আহমদ, দৈনিক জনতা প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, দৈনিক বাংলারদিন প্রতিনিধি বকশি আখতারুজ্জামান, বাংলাভিশন (ক্যামেরা পার্সন) মো: আব্দুল্লাহ, দৈনিক আলোকিত নিউজ প্রতিনিধি সৈয়দ কামরুজ্জামান, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি মো: জাহাঙ্গীর হোসেন সহ অন্যন্যরা।

অলোচনা সভায় বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যমে হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। আগামীতে ধারাবাহিকতা রক্ষাকরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এবং দেশের সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে।

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার সময় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। আওয়ামী লীগের শাসনামলে সাড়ে ১৫ বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়ে ১৬৫ তম হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র, যেখানে পড়ানো হয় কীভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে। এটির ভালো খারাপ দু’টি দিক রয়েছে। আমরা যেন এর ভালো দিকগুলো কাজে লাগাতে পারি।

উল্লেখ্য ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্যারিসভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’-এর প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১ নম্বর, যা গত বছর ২০২৪ ছিল ২৭ দশমিক ৬৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে