সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরাইলে জমে উঠেছে কোরবানির পশুর হাট

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৭:৪৮
সরাইলে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট থেকে শুরু করে বড় মাঝারি আকারের গরুতে পরিপূর্ণ হয়েছে এবারের কোরবানির হাট।

সোমবার (৫মে) সকালে সরাইল উপজেলার বাজারে গিয়ে দেখা যায় বাজারের পুরো জায়গা গরু আর ছাগলে পরিপূর্ণ হয়ে গেছে।

এ ব্যাপারে খামারী কামরুল হাসান রিপন ও মোহাম্মদ শফিকুর রহমান জানান, উপজেলার বিভিন্ন খামারে পাঁচ শতাধিক উপযোগী গরু রয়েছে। তারমধ্যে অর্ধশতাধিক হাটে তুলেছেন। প্রতিটি গরু গড়ে এক থেকে দেড়, দুই লাখ টাকা দাম চাচ্ছেন খামারীরা।

হাটের ইজারদার মইনুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে হাটে গরু আসতে শুরু হয়। এবারে রেকর্ড সংখ্যক গরু বাজারে উঠেছে। সকালে স্থানীয়রা বেচাকেনা করলেও দুপুরের দিকে বিভিন্ন এলাকার পাইকারী ব্যবসায়ী গরু ক্রয় করে থাকে। তিনি আরো জানান, দুর থেকে আসা পাইকারী ব্যবসায়ীদের খাবারসহ রাত্রী যাপনের সুব্যাবস্থা রয়েছে।

উপজেলা প্রাণসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহমেদ জানান উপজেলার অর্ধশতাধিক মোটাতাজা করণ পশুর খামারে কয়েক শত পশু রয়েছে এবং ছাগল বেড়ার ও খামার রয়েছে। সবায় সরাইল উপজেলার সকল খামারের গরু, ছাগল, বেড়া বাজারে আসলে লোকাল কোরবানির পশু সংকট হওয়ার সম্ভবনা থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে