বহুল আলোচিত তালার ইউএনও শেখ মোঃ রাসেলকে রংপুরে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ শাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও (নির্বাহী কর্মকর্তা) কে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। ৫ মে তারিখের স্বাক্ষরিত আদেশের কপিটি আজ (৬ মে) গণমাধ্যমের হাতে এসেছে।
উল্লেখ্য, তালা উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণাধীন কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে বিতর্কে জড়িয়ে পড়েন স্থানীয় এক সাংবাদিক। বিষয়টি নিয়ে এলজিইডির এক কর্মকর্তার সাথে ওই সাংবাদিকের হাতাহাতি হয়। এঘটনায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল গত ২২ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড ও জরিমানার আদেশ দেন। এরপর স্থানীয় এবং জেলা পর্যায়ের সাংবাদিকরা ইউএনওর অপসারণ ও সাংবাদিকের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কয়দিন পর সাংবাদিককে জামিনে মুক্তি দেন আদালত।
এদিকে, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ নিয়ে উপজেলার সরকারি কর্মকর্তা -কর্মচারি ও সাংবাদিকের একটি অংশ তালায় মানববন্ধন করেন। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনায় আসে।