মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান টিটো কর্তৃক চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) শ্লীলতাহানীর ঘটনায় এলাকার ছাত্রসমাজ, জাতীয়তাবাদী ছাত্রদল ও স্থানীয় লোকজন ফুঁসে উঠেছে।
ঘটনার পর থেকেই সর্বোস্তরের লোকজন ঔই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অব্যাহতভাবে বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে চলেছে। ওই শিক্ষকের নামে থানায় মামলা হলেও পুলিশ এখনও তাকে আটক করতে সক্ষম হন নাই। অভিযুক্ত ওই শিক্ষককে আটক ও বিচারের দাবিতে মঙ্গলবার (৬ মে) দুপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রীপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ শাখা ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী ও উপজেলার সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে শ্লীলতাহানীর ঘটনায় জড়িত শিক্ষক টিটোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন বলেন, ধর্ষকের কোন পরিচয় নেই, ধর্ষকের একটিই পরিচয় সে নিকৃষ্ট ব্যক্তি। আমরা শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার সর্বোচ্চ শাস্তি করছি।
এ সময় উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী খন্দকার বলেন, ধর্ষণের চেষ্টাকারী কিভাবে একটা স্কুলের শিক্ষক হয় ? আমরা আমাদের বাচ্চাদের মানুষ হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের হাতে ছেড়ে দিই। সেখানে সেই শিক্ষক যদি ধর্ষক হন তাহলে তো আমাদের সন্তানের নিরাপত্তা কোথায়? ছাত্রদল কর্মী রিফাত বলেন, শিক্ষক যদি ধর্ষক হয় তাহলে আমরা কোথায় যাবো?
উক্ত শিক্ষককে অবিলম্ভে আটকপূর্বক বিচারের কাঠগোড়ায় দাঁড় করানোর বিষয়ে পুলিশ বাহিনীর প্রতি জোর দাবি জানান।